ফের হোঁচট খেলো স্পেসএক্স

২৮ মে, ২০২০ ২০:০৩  
মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়তে আবারও হোঁচট খেলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং বেসরকারি মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স। গত ২৭ মে বিকেল ৪টা ৩৩ মিনিটে মাটি ছাড়বে ফ্যালকন-৯ রকেট। স্পেস এক্স ড্রাগন ক্যাপসুলের যাত্রী দুজন মহাকাশচারী। তারা হলেন—বব বেনকেন ও ডগ হারলে। গন্থব্যস্থল কক্ষপথ। খারাপ আবহাওয়ার কারণে রকেটটি ওড়ার ঠিক ১৭ মিনিট আগে যাত্রা বাতিল ঘোষণা করে মিশন কন্ট্রোলাররা। তারা জানায়, আগামী ৩০ মে রকেটটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে। ওইদিন দুপুর ৩.২২ মিনিটে স্পেসএক্স উৎক্ষেপণ করা হবে। স্পেসএক্সের ক্রু ড্রাগনে প্রপেলেন্ট হিসেবে রয়েছে স্পেসএক্সের ফ্যালকন ৯, যেটি পুনর্ব্যবহারযোগ্য। এ কারণেই অদূর ভবিষ্যতে মহাকাশ ভ্রমণের খরচ অনেক কমে যাবে এবং ব্যক্তিগত ভ্রমণের দ্বার উন্মুক্ত বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে মহাকাশ বিশ্লেষক লুইজি পেলুসো বলেন, বাণিজ্যিক মহাকাশযানে দুজন ব্যক্তি মহাকাশে গেছে এমন ঘটনা হয়নি। এটি প্রথমবার। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে পৃথিবী। সম্পূর্ণ ভিন্ন মাত্রার তীব্রতার মধ্যে দিয়ে অতিক্রম করতে হবে দুই নভোচারী। তাদের কেবল নিরাপদে সেখানে পৌঁছে দেওয়ার বিষয় নয়, তাদের ফিরিয়ে আনার বিষয় নিয়ে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করতে হয়েছে। প্রসঙ্গত, আগামী কয়েক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে মহাকাশে স্থাপিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) পর্যটক পাঠাতে চায় ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। প্রকল্পটির নাম ক্রু ড্রাগন হিউম্যান স্পেসক্রাফট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে দুই নভোচারীকে সেখানে পাঠাচ্ছে স্পেসএক্স। গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানব আরোহীকে পৌঁছে দিতে একমাত্র সক্ষম রকেট ছিল রাশিয়ার সয়ুজ।